বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

লোহাগাড়ায় বিএনপির কর্মী সমাবেশে তারেক রহমানের ৩১ দফা প্রস্তাবের পক্ষে জনমত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লোহাগাড়ায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোড়স্থান উচ্চ বিদ্যালয় মাঠে ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী।

পুটিবিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আলম জিকুর সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় পুটিবিলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব দেলোয়ার হোসেন চৌধুরী উদ্বোধনী বক্তব্য দেন এবং সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসুল, সাতকানিয়া পৌর বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা জাবের হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা ফোরকান, ভার্জিনিয়া বিএনপির সহ-সভাপতি খালেদ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ফরিদ আহমদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা নাজিম উদ্দীন, আধুনগর বিএনপির আহ্বায়ক ইমামুল আবেদীন রিপন, পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোবারক হোসেন বাবু, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাহাব উদ্দিন, সদস্য সচিব আলাউদ্দিন বাচ্চু, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটি সদস্য সচিব সরওয়ার আকতার ও গোলাম রসুল মোস্তাক।

সভায় বক্তারা বলেন, বিএনপির অভিভাবক দেশনায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, “কেউ কারও প্রতি প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ হবেন না।” ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। বিগত সময়ে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের হামলা মামলা করে নির্যাতন করেছিলো আওয়ামী লীগ সরকার। এখন সময় এসেছে দল গোছানোর। প্রতিটি ওয়ার্ডে মতবিনিময় সভা চলছে। জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীকে সাধারণ জনগণের সুখে দুঃখে থাকতে হবে। কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ