লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত শুরু করা রিয়াল মাদ্রিদ শনিবার (৩০ আগস্ট) মুখোমুখি হতে যাচ্ছে মায়োর্কার। ম্যাচটি বাংলাদেশ সময় রাত দেড়টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হবে।
এ মৌসুমে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুইটিতেই জয়ের দেখা পেয়েছে লস ব্লাঙ্কোস। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে মায়োর্কা একটি জয় ও একটি হারে পয়েন্ট তালিকায় পিছিয়ে আছে।
২০০৩ সাল থেকে এখন পর্যন্ত দুই দলের ৩৫ বার মুখোমুখি লড়াইয়ে ২৪ বার জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, যা তাদের পরিসংখ্যানে সুস্পষ্ট আধিপত্য দেখায়।
রিয়াল মাদ্রিদের কোচ জাভি আলানসোর শিষ্যদের জন্য সুখবর হলো, দলে বড় কোনো ইনজুরির সমস্যা নেই। শক্তিশালী স্কোয়াড নিয়েই মাঠে নামছে মাদ্রিদিস্তারা। মৌসুমের শুরুটা তাই এখন পর্যন্ত স্বপ্নের মতো কাটছে তাদের জন্য।