চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৩টার দিকে ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পাশে থাকা একটি কোচিং সেন্টারও পুড়ে যায়। পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মীদের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে এ ঘটনাকে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ঘটিয়েছে বলে দাবি করছেন বিএনপির নেতৃবৃন্দ।
সরজমিনে গিয়ে কথা হয় লালানগর ইউনিয়ন যুবদলের সভাপতি এম. এইচ সুমনের সাথে। তিনি বলেন, “লালানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা কয়েকদিন আগে ইসলামিয়া পাড়া চত্বরে দিন-দুপুরে প্রকাশ্যে আমাদের দলীয় ব্যানার ছিঁড়ে ফেলেছে। সুতরাং এ থেকেই বুঝা যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা তারা ঘটিয়েছে।”
একই অভিযোগ করে বিএনপির নেতা মিজানুর রহমান মিজান বলেন, “এটা আওয়ামী লীগ ও তাদের সংগঠনের নেতৃবৃন্দের নাশকতা। তারা আগুন লাগিয়ে যাওয়ার সময় তিনটি ফায়ার করেছে। পাশ্ববর্তী হোছনাবাদ লালানগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী মুখ বাঁধা অবস্থায় ১০/১২ জনকে চলে যেতে দেখেছে।”
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী মেম্বার জানান, “মূলত আওয়ামী লীগ ও তাদের দোসরেরাই এ ঘটনা ঘটিয়েছে।”
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা জাহেদুর রহমান জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। এ ঘটনায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”