সিনেটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প। ২১ ডিসেম্বর, শনিবার, স্থানীয় সময় তিনি এ ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সিনেটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর লারা ট্রাম্প ইঙ্গিত দেন যে, জানুয়ারিতে তার একটি বড় ঘোষণা আসছে। তিনি যে বড় কোনো পদে আসছেন, সেটাই তার ঘোষণার মাধ্যমে প্রকাশ পায়।
এবার রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) কো-চেয়ারওমেন হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি, তবে এ মাসে সেই পদ ত্যাগ করেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, তিনি ফ্লোরিডায় বিদায়ী সিনেটর মার্কো রুবিওর স্থলাভিষিক্ত হতে পারেন।
উল্লেখযোগ্য, লারা ট্রাম্প হলেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী। তার জন্ম ১৯৮২ সালের ১২ অক্টোবর। তিনি লারা লিয়া ইউনাস্কা নামে জন্মগ্রহণ করেন এবং এরিকের সঙ্গে বিবাহিত হওয়ার পর তার নাম হয় লারা ট্রাম্প। পেশাগতভাবে তিনি একজন আমেরিকান টিভি প্রযোজক, প্রচারণা বিষয়ক উপদেষ্টা এবং টেলিভিশনের সাবেক উপস্থাপিকা। এ বছর মার্চে, তিনি আরএনসির কো-চেয়ার নির্বাচিত হন।