শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব অধ্যাপক ইউনূসের

অনলাইন ডেস্ক

বাংলাদেশের অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

মিশরের রাজধানী কায়রোতে সেন্ট রেজিস হোটেলে এক বৈঠকে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদির এ আশ্বাস দেন। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উভয়ের আলোচনায় রোহিঙ্গা সংকট, উচ্চশিক্ষা খাতে সহযোগিতা, মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থান এবং আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে মতবিনিময় হয়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছেন এবং এ উদ্যোগে মালয়েশিয়ার সমর্থন প্রত্যাশা করেন। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে মত দেন।

এছাড়া অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতায় ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বৈঠকে তিনি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আশা প্রকাশ করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ