শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রোসাংগিরি ইউনিয়নে অবৈধ মাটি বিক্রি, অভিযানে দুইজন গ্রেপ্তার

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় মাছ চাষ প্রকল্পের কথা বলে কৃষি জমি থেকে মাটি কাটার পর তা বাণিজ্যিকভাবে বিক্রির খবর পেয়ে ৭ মার্চ রাত ১টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

এ সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মাটি কাটার ও বিক্রির কাজে যুক্ত দুটি ডাম্প ট্রাকসহ মো. ইয়াকুব (৩৫) ও মো. শাহাদাত হোসেন (৩২) নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

সরকারি নির্দেশ অমান্য করে বাণিজ্যিকভাবে মাটি বিক্রির দায়ে তাদেরকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া দুটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ