বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রোজাদার ব্যাক্তি চোখে ওষধ ব্যবহার করতে পারবে কি?

ইসলাম ডেস্ক

রোজা অবস্থায় চোখে মলমজাতীয় কোনো ওষুধ বা ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না। চোখের কোনো প্রসাধনী ব্যবহার করলেও রোজার ক্ষতি হবে না। কারণ এগুলো পানাহারের অন্তর্ভুক্ত নয়। এর দ্বারা পানাহারের উদ্দেশ্যও সাধিত হয় না। চোখে ব্যবহৃত মলম বা ড্রপ সরাসরি পাকস্থলী বা মস্তিস্কেও যায় না।

চোখে মলম বা ড্রপ দেওয়ার পর যদি গলায় তার স্বাদ অনুভূত হয়; তবুও অতি স্বল্প মাত্রায় হওয়ার কারণে তা ধর্তব্য হবে না এবং রোজা ভাঙবে না। শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতস্থানে ওষুধ লাগালেও রোজার ক্ষতি হয় না।

তবে রোজা অবস্থায় নাকে ড্রপ ব্যবহার না করাই উচিত। কারণ ওষুধ গলার ভেতর চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে আর নাকে ওষুধ দিলে সাধারণত গলায় চলেই যায়।

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ