রূপগঞ্জের পূর্বাচল এলাকার ২ নং সেক্টরের বউরারটেক এলাকার একটি লেক থেকে পুলিশ অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লেকের পানিতে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, স্থানীয়রা সকাল সাড়ে ৮ টার দিকে তিনশো ফিট সড়কের ৪ নাম্বার সেতুর নিচে মরদেহটি দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। এ সময় ওই কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। সুরতহালে শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে, নারায়ণগঞ্জ (গ-সার্কেল) সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকাটিতে পুলিশি কার্যক্রম বাড়ানো হবে।