শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রিপসা টিম-ডি-৬৫ এর পরিদর্শন ও এক্সিলেন্ট অ্যাওয়ার্ড প্রদান

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

রোটারি ক্লাব অব চট্টগ্রাম লেক ভিউয়ের ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে।

২৬ জানুয়ারি (রবিবার) রাতে নগরীর জি ই সি’র মোড়ে মেরিডিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্টে রিপসা টিম-ডি-৬৫ অফিসিয়াল ক্লাব ভিজিট ও ফ্যামিলি নাইট অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্লাবের সভাপতি রোটারিয়ান উত্তম কুমার ব্যানার্জী সভার সভাপতিত্ব করেন। তিনি ক্লাবের বিগত দিনের যে সকল কর্মসূচী বাস্তবায়িত হয়েছে, যেমন- দরিদ্র ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, ফ্রী চক্ষু ক্যাম্প, ফ্রী মেডিকেল ক্যাম্প, দরিদ্র ও কম শিক্ষিত ইলেকট্রিশিয়ানদের জন্য ভোকেশনাল প্রশিক্ষণ, বিগত বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি উপস্থাপন করেন। সভাপতি চলমান কর্মসূচি এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাও বর্ণনা করেন।

রিপসা টিম-ডি-৬৫ এর পরিদর্শক রোটারিয়ান মো. আজিজুল হক এবং রোটারিয়ান সালমা আর মনি চট্টগ্রাম লেক ভিউয়ের আরসি কে ক্লাব পারফর্মেন্স এক্সিলেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেন এবং এই ক্লাবের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে রিপসা ডেপুটি কোঅর্ডিনেটর রোটারিয়ান মনিরুজামান, রিপসা কোঅর্ডিনেটর রোটারিয়ান ইব্রাহিম হাসান, রোটারিয়ান এডভোকেট আশীষ কুমার দত্ত, রেজাউল করিম। ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান সুবর্ণা ভট্টাচার্য্য সকল সদস্য এবং অতিথিদের ফুল দিয়ে বরন করেন এবং সাদর অভ্যর্থনা জানান। আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান ডা. আলমগীর সোহেব, ফেরদৌস আরা বেগম, মো. তৌহিদ ইকবাল, ডা. প্রণব প্রাসাদ দাশ, মো. জসীম উদ্দীন, ইঞ্জিনিয়ার হায়াৎ চৌধুরী, মিসেস তানিস্রী, ইঞ্জিনিয়ার রুবেল, সুমন কল্যাণ বিশ্বাস, মো. আসাদুর রহমান রিপন, মো. আবুল হাশেম, সিলভিয়া হায়াৎ চৌধুরী, অনুপম চৌধুরী, প্রফেসর কৃষ্ণা বড়ুয়া প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ