বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাজানগরে প্রবাসীদের মানবিক উদ্যোগ, ইফতার সামগ্রী বিতরণ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

রাঙ্গুনিয়া উপজেলা ১নং রাজানগর ইউনিয়নের প্রবাসীদের মানবিক সংগঠন দক্ষিণ বলাবিলী প্রবাসী গ্রুপের উদ্যোগে এলাকার গরিব দোস্ত অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকালে রাজানগর দক্ষিণ বগাবিলী হযরত শরফুদ্দীন বোয়ালী কালন্দর শাহ জামে মসজিদ মাঠে প্রবাসীদের উপহার বগাবিলী ১, ২ ও ৩নং ওয়ার্ড এর গরিব দোস্ত অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী’র মধ্যে ছিল চাউল, আলু, মুড়ি, তেল, চনা, চিনি ও পেয়াজ।

ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ বগাবিলী প্রবাসী গ্রুপের সদস্য প্রবাসী মুহাম্মদ হাসান, ওমর ফারুক, মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ আনসুর।

স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার সিরাজুল ইসলাম, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ হানিফ, নুরুল আলম, দক্ষিণ বগাবিলী প্রবাসী গ্রুপের উপদেষ্টা হানিফ মিয়া, এম.এ সালাম, মুহাম্মদ সাইফুল ইসলাম সওদাগর, মুহাম্মদ শাকিল বিন সৈয়দ, মুহাম্মদ আলম, ওসমান, মুহাম্মদ তুহিন, ওমর ফারুক, রমজান আলী, খতিব মনিরুল ইসলাম মাইজভান্ডারী, মসজিদের ইমাম মাওলানা নুর মোহাম্মদ প্রমুখ।

দক্ষিণ বগাবিলী প্রবাসী গ্রুপের পক্ষ থেকে এর আগেও বিভিন্ন সময় দক্ষিণ বগাবিলী হযরত শরফুদ্দীন বোয়ালী কালন্দর শাহ জামে মসজিদ উন্নয়নে সহায়তা প্রদান, দক্ষিণ বগাবিলী দরগাহ টিলা কবরস্থানের গাইড ওয়াল নির্মাণ, বন্যা ও করোনাকালীন সময় অসহায় মানুষকে সহযোগিতা প্রদান, অসহায় দরিদ্র পরিবারের মেয়ে বিয়ের সময় সহায়তা প্রদান-সহ ইতিমধ্যে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মতো দান অনুদান ও সাহায্য সহযোগিতা প্রদান করেছেন। সকলের সহযোগিতায় এই ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ