মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
spot_img
শিরোনাম

রাজনৈতিক সংস্কার নিয়ে মতভেদ, সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দিতে চান তারেক রহমান

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক সংস্কার নিয়ে বিভিন্ন দল তাদের মতামত দিয়েছে। কিছু বিষয়ে সবাই একমত হলেও কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। এসব ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সকল শক্তির উৎস। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে দলকে সংগঠিত ও শক্তিশালী করার কাজ চলছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে এবং জবাবদিহিতা ধ্বংস করেছে। প্রায় তিন কোটির বেশি নতুন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাননি বলেও দাবি করেন তিনি।

তিনি আরও সতর্ক করে বলেন, জনগণকে বাদ দিয়ে রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যেই সিদ্ধান্ত নেয়, তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে, যা স্বৈরাচারী শক্তিকে ফের সক্রিয় করে তুলতে পারে।

তারেক রহমান জোর দিয়ে বলেন, গণতন্ত্রের যে কোনো হুমকি মোকাবিলা করা হবে এবং জনগণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়। তিনি ঘোষণা দেন, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ