শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
spot_img
শিরোনাম

রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন দীর্ঘ সময় অরক্ষিত

অনিরুদ্ধ অপু, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত ঘোষনার দীর্ঘ সময়েও স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পুনঃনির্মাণ হয়নি। সম্প্রসারণ প্রকল্পের ত্রিতল ভবনের নির্মাণ কাজও বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে।

স্থানান্তরিত ভবনে চিকিৎসা সেবার ব্যবস্থায় স্বাভাবিক পরিবেশ নেই। নানা অব্যবস্থাপনা এবং চরম অবহেলার শিকার হয়ে যথাযথ স্বাস্থ্য সেবা মিলছে না রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

জানা গেছে, জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ২০২২ সালে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যার মূল ভবন পরিত্যক্ত ঘোষণা করে। জীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা হলেও পাঁচ বছরেও তা সম্পন্ন হয়নি। ভবনের ছাদ সুরকি আস্তর খসে পড়ছে। পুরাতন ভবনের এক্স-রে ও স্থানান্তরিত ভবনে চিকিৎসা নিতে রোগী এবং সংশ্লিষ্টরা বিপদজনক অবস্থায় পরিত্যক্ত ভবনের ছাদের নিচে ঝুঁকিতে চলাচল করছে। এতে যেকোন সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায়, ভবন নির্মাণ প্রকল্প বিশ্ব ব্যাংকের উন্নয়ন প্রকল্পের অনুমোদনের অপেক্ষায় আছে। ডেভেলপমেন্ট প্রজেক্ট অনুমোদন হলে হাসপাতাল নির্মাণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হবে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনি শর্মা বলেন, “রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন এবং পরিত্যক্ত হাসপাতাল ভবনটি ভেঙে নতুন হাসপাতাল ভবন হওয়ার প্রস্তাবনা পঞ্চম ওপিতে অন্তর্ভুক্ত ছিল। বর্তমান সরকার ওপি বাস্তবায়ন না করে ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) এর আওতায় কাজসমূহ করতে নির্দেশনা প্রদান করেছে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ