শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

অনিরুদ্ধ অপু, চট্টগ্রাম।

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল গত ১৭ মার্চ সোমবার সিনিয়র সাংবাদিক এয়াকুব আলী মনি’র সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান।

মাহফিলে বক্তারা বলেন, রাঙ্গুনিয়ায় কিছু কিছু সাংবাদিক নিজেদেরকে পেশাদার সাংবাদিক বলে দাবী করেন। অথচ ওইসব সাংবাদিক উপজেলা প্রশাসনের দালালী করে নিজেদের আখের গোছানোর তালে রয়েছে। জনগণ প্রশাসনের সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ সভাপতি ওয়াকিল আহমদ, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাসান মুরাদ, জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু। পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মসিউদ্দৌলা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম ইফতেখার উদ্দিন রুবেল, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাঈল হোসেন তালুকদার, জামায়াতে ইসলামী নেতা রাশেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান, রূপালী রাঙ্গুনিয়ার সম্পাদক এনায়েতুর রহিম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামাল উদ্দিন, জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি আবদুল আলিম, সহসভাপতি সুলতান মালেক টিপু, সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি আবদুল গফুর।

স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক রাহাত মামুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন লাভলু, দফতর সম্পাদক নেজাম উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোরশেদুল আলম, সদস্য সেকান্দর হোসেন শান্ত, নাজিম উদ্দিন, মুজিবুল্লাহ আহাদ, মোহাম্মদ ফিরোজ। পবিত্র কুরআন তিলাওয়াত করেন জসিম উদ্দিন। আলোচনা শেষে বিশ্ব মুসলিমের সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া মুনাজাত করেন মাওলানা মুহাম্মদ রাহাত মামুন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ