চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী’র বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার করার প্রতিবাদে রাঙ্গুনিয়া পৌরসভা যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের আয়োজনে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি রাঙ্গুনিয়া কাপ্তাই সড়ক ইছাখালী, রোয়াজারহাট, থানা সদর, মরিয়মনগর চৌমুহনী পায়ে হেঁটে প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহবায়ক মুহাম্মদ জামাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ মহসিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক আবদুল শুক্কুর।
বক্তারা বলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী দলের দুর্দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং দলকে সুসংগঠিত করেছিলেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বক্তারা আরও বলেন, রাঙ্গুনিয়ার জনগণ কখনোই মুরাদ চৌধুরী’র বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেবে না।
এছাড়া বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক দিদার লাহিড়ী, মাসুদ রানা, মিজানুর রহমান, এস এম মনির, নাসের উদ্দিন ছোটন, মোরশেদ, পৌরসভা শ্রমিক দলের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, এনাম, আকবর, এনাম হোসেন, ইকবাল হোসেন, ইমরান, শাহ আলম, শাহাদাত হোসেন, হিরু, বক্কর, ওসমান, মিজান, শাহাজন, সেকান্দর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।