বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাঙ্গুনিয়া ইসলামপুরে পুকুরে ডুবে শিশুর মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গুনিয়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে এক শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু হয়েছে।

শনিবার(১৮মে) সকাল ১১টার দিকে উপজেলার ইসলামপুর ৫নং ওয়ার্ড সাহেব নগর এলাকায় এ-ঘটনা  ঘটে।

শিশুর নাম মুহাম্মদ শাওন(৮), সে সেগুনবাগান শাহছুফি আব্দুল কাদের(রহঃ)দাখিল মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র। একি গ্রামের গরু ব্যবসায়ী মুহাম্মদ মনিরের ছেলে। শিশু শাওন এক বোন দুই ভাইয়ের মধ্যে সবার ছোট।

জানা যায়, সকাল ১১টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে শিশু শাওনসহ দুজন গোসল করছিল। পুকুর থেকে অন্য শিশুটি উঠে আসলেও শিশু শাওন উঠে আসেনি। বিষয়টি জানাজানি হলে তাকে খুঁজতে থাকে একপর্যায়ে তাকে না পেলে ফায়ারসার্ভিসকে খবর দেওয়া হয়।

রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে আমরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ