শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাঙ্গুনিয়ার সাবেক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অনিরুদ্ধ অপু, চট্টগ্রাম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকার ইয়াকুব সেন্টারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

পাঁচলাইশ মডেল থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ২০/২২টির অধিক মামলা রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আরও একটি মামলায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ