দ্বীন ইসলামের আলো ছড়াতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা, ১৩নং ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ফুলতল জালালাবাদ নামক দুর্গম পাহাড়ি অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর সন্তানদের ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে সুন্নী নূরানী বোর্ড বাংলাদেশ-এর পরিচালনায় ফুলতল জালালাবাদ সুন্নী নূরানী মাদ্রাসা।
শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে মাদ্রাসার শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোজাম্মেল হোসাইন নঈমী কলন্দরি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুন্নী নূরানী বোর্ড বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড. আ.ত.ম. লিয়াকত আলী আল-কাদেরী।
মাদ্রাসার পরিচালক ও বিশিষ্ট সংগঠক এইচ এম শহিদুল্লাহ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতা ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির সাবেক সহ-দাওয়াতে খায়র সম্পাদক মুহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরী, উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান সওদাগর, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক ছালেহ আহমদ সওদাগর, বিশিষ্ট সংগঠক দিদারুল আলম, মাওলানা সাইদুল হক, এইচ এম তারেক হোসাইন, মাওলানা ইদ্রিস আলকাদেরী, মাওলানা সাইফুল ইসলাম, আজিম উদ্দিন সওদাগর, ওয়ার্ড বিএনপি নেতা এস এম বেলাল, ইউনিয়ন শ্রমিক দল নেতা ফরিদ আহমদ, সুন্নী নূরানী বোর্ড রাঙ্গুনিয়ার পরিচালক মাওলানা আবু তৈয়ব, ছাত্রনেতা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে শেষে ফিতা কেটে মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়। পরে মাদ্রাসায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন অতিথিরা।