চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই গাঁজা সেবনকারীকে গ্রেপ্তার করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ২১ আগস্ট দিবাগত রাত পৌনে ৩টার দিকে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ দণ্ডাদেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন:
মো. রাসেল (১৯), পেশা: দিনমজুর, পিতা: শফিউল আলম, গ্রাম: শান্তির হাট, পোমরা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
মো. নয়ন (১৯), পেশা: দিনমজুর, পিতা: আব্দুল মালেক, গ্রাম: ঊনসত্তর পাড়া, পাহাড়তলী, থানা: রাউজান, চট্টগ্রাম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত দুইজনকে তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন জিয়ানগর পাকা সড়কে গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং রাঙ্গুনিয়া মডেল থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।