বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
spot_img
শিরোনাম

রাঙ্গুনিয়ায় মঘাছড়ি-পাহাড়তলী-ঘোনা-রাজখালী সড়কের বেহাল দশা, এলাকাবাসীর মানববন্ধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ৪নং ওয়ার্ড মঘাছড়ি পুলিশ ক্যাম্প থেকে পাহাড়তলী, ঘোনা ও রাজখালী সংযোগ সড়কের বেহাল দশা দ্রুত সংস্কার চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (২০ আগস্ট) বিকালে সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মঘাছড়ি পুলিশ ক্যাম্প থেকে পাহাড়তলী, ঘোনা ও রাজখালী সংযোগ সড়কটির প্রায় ২ কিলোমিটার অংশ খুবই খারাপ অবস্থায় রয়েছে। এই সময়ে অতি বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানি নেমে সড়কটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে।

৪শ পরিবারের প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের একমাত্র চলাচল এই সড়কটি দিয়ে। সড়কটির বেহাল অবস্থার কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, প্রসূত রোগী বহনকারী গাড়ি ও কৃষিজাত পণ্য পরিবহনে চরম অসুবিধা হচ্ছে। এছাড়াও এলাকায় দুটি মসজিদ এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাই দ্রুত ড্রেন ব্যবস্থাসহ সড়কটি সংস্কারের জোর দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন:
ইসলামপুর ইউনিয়ন যুবদলের সাবেক ডা. মোহাম্মদ আলী, শিক্ষানুরাগী ডা. মুহাম্মদ মহিউদ্দিন, বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মুহাম্মদ আজিজুল হক, নুরুল আবছার মাতব্বর, আবুল বশর সওদাগর, মুহাম্মদ সৈয়দ, ইসমাঈল মাঝী, ইউছুপ, গিয়াস উদ্দিন, বাদশা, মামুন, কোরবান আলী, মকবুল প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ