বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

রাঙ্গুনিয়ায় প্রাণিসম্পদ অফিসে চুরির ঘটনা

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসে চুরির ঘটনা ঘটেছে। গত ৭ আগস্ট বিকাল থেকে ১০ আগস্ট সকাল পর্যন্ত সময়ের মধ্যে চোরেরা অফিসের জানালার গ্রিল কেটে অফিস কক্ষে প্রবেশ করে। অফিস থেকে একটি ওয়ালটন ব্র্যান্ডের ৫০ ইঞ্চি এলইডি টেলিভিশন ও একটি ক্যানন লেজার প্রিন্টারসহ অফিসের মূল্যবান সরঞ্জাম চুরি করেছে। এছাড়া অফিসের অন্যান্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা দ্বীন মোহাম্মদ। এতে অফিসের কর্মপরিবেশ বিঘ্নিত হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা চরম উদ্বিগ্ন।

এই ব্যাপারে দ্বীন মোহাম্মদ এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং প্রাথমিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৮৫ হাজার টাকা উল্লেখ করেছেন।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং অজ্ঞাতনামা চোরদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ