চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার ইসলামপুর ৪ নম্বর ওয়ার্ড মঘাছড়ি পুলিশ ক্যাম্প এলাকায়।
শিশুটির নাম আব্দুর রহমান জামী (৬)। সে একই এলাকার জিন্নাত আলীর ছেলে ও স্থানীয় বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আব্দুর রহমান জামী বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল ছুটি হলে সাড়ে বারোটার দিকে এসে ঘরে স্কুল ব্যাগ রেখে সবার অগোচরে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় পার্শ্ববর্তী একটি পুকুরে খোঁজ শুরু হয়। পরে বিকেল ২টা ৩০ মিনিটে তাকে পুকুরে পাওয়া যায়।
স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি অনেক আগেই মারা গেছে। এদিকে তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।