বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাঙ্গুনিয়ায় দ্বীন শিক্ষার প্রসারে নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩ নম্বর ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড চারাবটতল এলাকায় অবহেলিত মুসলিম জনগোষ্ঠীর সন্তানদের দ্বীন ইসলামের শিক্ষাদানের উদ্দেশ্যে হাফেজ মুহাম্মদ আমির হোসাইন প্রতিষ্ঠা করেছেন তাহেরিয়া ছাবেরিয়া এন.এ. সুন্নিয়া নূরানী মাদ্রাসা।

১৩ জানুয়ারি সোমবার সকালে মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আ.ত.ম. লিয়াকত আলী। উদ্বোধক ছিলেন রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হাফেজ মুহাম্মদ আমির হোসাইনের সভাপতিত্বে ও ইব্রাহিম রেজা মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা রাহাত মামুন, সংগঠক মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক, এম এ জলিল, মাওলানা সাইদুল হক, মুহাম্মদ ফরিদ, মো. ওসমান গনি সুমন, মো. ইসহাক, প্রবাসী মোহাম্মদ পারভেজ, নুরুল আলম, ইয়াকুব আলী, নুরুল আমিন, মনির সওদাগর, কায়সার, শহিদুল ইসলাম মিয়া, ইসকান্দার এবং মো. সাকিবসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। পরবর্তীতে সাহেবনগর প্রবাসী নুরুন্নবীর দানকৃত টিউবওয়েলের উদ্বোধন করেন অতিথিরা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ