বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামা’আতের একনিষ্ঠ খাদেম ইউছুপ মাতব্বরের ইন্তেকাল

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামা’আতের একনিষ্ঠ খাদেম মুহাম্মদ ইউছুপ মাতব্বর ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
বৃহস্পতিবার(২১ নভেম্বর) দিনগত রাত ৩টায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের আন্নসিকদার পাড়ার হাজী মফজল আহমদ মাতব্বরের ৩য় পুত্র সন্তান।
ইউছুপ মাতব্বর ছিলেন একজন আহলে সুন্নাত ওয়াল জামাআতের একনিষ্ঠ খাদের ও সামাজিক ব্যক্তি। তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি, আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান সিনিয়র উপদেষ্টা, রেহেনুমা ফাউন্ডেশনের পরিচালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে মুহাম্মদ ইউছুপ মাতব্বরের নামাজে জানাযা বৃহস্পতিবার সকাল ১১টায় আন্নসিকদার পাড়া জামে জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ