শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাঙ্গুনিয়ায় আইনশৃঙ্খলা সভায় বাজার মনিটরিং ও মাদক বিরোধী আলোচনা

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজার তদারকি করছে প্রশাসন। পবিত্র রমজান মাসে সিন্ডিকেট বা মজুদদারি করে বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে, এ কারণে সংশ্লিষ্টদের সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

তিনি বলেন, “নিত্যপণ্যের অতিরিক্ত মূল্য নিলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে এবং আগামীতে বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানো হবে।”

এ বিষয়ে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মারজান হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা, কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আকতার, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, ছাত্র প্রতিনিধিরা রিদওয়ান কাদের, ফারহান তালুকদার, মো. মিনহাজ প্রমুখ বক্তব্য দেন।

সভায় বাজার মনিটরিং, কিশোর গ্যাং প্রতিরোধ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ট্রাফিক ব্যবস্থা এবং সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ বিষয়ে আলোচনা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ