বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাউজান সরকারি কলেজের বিজ্ঞানের প্রকল্প সেরা হওয়ার পর শিক্ষার্থীর বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৬তম বিজ্ঞান মেলা)’২৫। ”জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে ধারণ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে বিজ্ঞানের সুযোগ-সুবিধা কিংবা উপকারিতা সমূহকে জনসমক্ষে উপস্থাপনের নিমিত্তে উদ্ভাবিত বিভিন্ন রকম প্রযুক্তি, চিন্তাভাবনা ও উদ্ভাবনী চিন্তা হতে সৃষ্ট প্রদর্শনী পুরো মেলাটিকে প্রাণবন্ত করে তুলেন।

উক্ত শিক্ষনীয় ও গুরুত্বপূর্ণ মেলা পরিদর্শনের মাধ্যমে বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের আনন্দ বৃদ্ধি করেন রাউজান উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি জিসান বিন মাজেদ, সহকারী কমিশনার অং ছিং মারমা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ জয়িতা বসু, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, প্রাণী বিজ্ঞান প্রভাষক শর্ব্বরী দে রাত্রি, রসায়ন বিজ্ঞান প্রভাষক তসলিম উদ্দিন, ইংরেজী সাহিত্য প্রভাষক টুম্পা দে সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত প্রশাসনিক নেতৃবৃন্দ।

এবারের বিজ্ঞান মেলায় কার্বন ডাই-অক্সাইড পরিশোধন ও রোবটিক্স সিগন্যাল এর মত গুরুত্বপূর্ণ প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে রাউজান সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে। সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়ে রাউজান সরকারি কলেজ বিজ্ঞান বিভাগের দলের শিক্ষার্থী উদয় দে বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল বোধ করছি, অনেক দিনের চিন্তা ভাবনার যথার্থ মূল্যায়ন পেয়ে। আমি উপজেলা প্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ‘২৫ উদযাপন পরিষদ নেতৃবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি দলের হয়ে অন্তহীন কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মেধাকে বিকশিত করার একটা মহৎ সুযোগ দেওয়ার জন্যে। এই বিজ্ঞান মেলার সত্যিকার শিক্ষাকে বাস্তবজীবনে এপ্লাই করে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতে অনেকদূর এগিয়ে যাবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ