বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাউজান প্রেসক্লাব ভাঙচুর ও লুটপাট

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজানের গণমাধ্যমকর্মীদের সংগঠন রাউজান প্রেসক্লাব ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে রাউজান প্রেসক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে টেলিভিশন, ল্যাপটন, ডেক্সটপ, আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে চুরমার করা হয়। এছাড়া প্রেসক্লাবের জানালার কাচ ভেঙে ফেলা হয়। এঘটনার প্রতিবাদ জানিয়েছেন রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ। তিনি আরও বলেন, আমাদের ৫টি ল্যাপটপ, ১০ ডেক্সটপ কম্পিউটার, প্রেসক্লাবের অর্থ সম্পাদকের ক্যাশ বাক্সে সংরক্ষিত ৪০ হাজার টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র লুট করা হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বলেন, আমাদের জলিল নগরস্থ রাউজান প্রেসক্লাবের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি রাউজান থানাসহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। প্রেসক্লাবে আঘাত হানা মানে গণমাধ্যমের কণ্ঠরোধ করা শামিল। রাউজান প্রেসক্লাব ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানাচ্ছি। গণমাধ্যমকর্মীরা কারো প্রতিপক্ষ নয় উল্লেখ করে তিনি আরও বলেন, সংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম বলেন, সাংবাদিকেরা জাতির দর্পন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমের কর্মীদের প্রেসক্লাবে ভাঙচুর করার ন্যাক্কারজনক ঘটনা রাউজানের ইতিহাসে আছে বলে জানা নেই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ