রাউজান প্রেসক্লাবের নির্বাচন আগামী ৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে একটি তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীলকে প্রধান করে সাবেক সভাপতি শফিউল আলম ও সাবেক প্রেসক্লাব কর্মকর্তা কামরুল ইসলাম বাবুকে সদস্য করা হয়।নির্বাচন পরিচালনা প্রধান প্রদীপ শীল জানান, আগামী ২৫ অক্টোবর ও ২৬ অক্টোবর শুক্রবার ও শনিবার সকাল-১০ হতে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ। এই দুইদিন উল্লেখিত সময়ের মধ্যে প্রেসক্লাব কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে।
মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ – আগামী ২৮ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৩০ অক্টোবর বুধবার সকাল ১১ টায়। ৩১ অক্টোবর সকাল ১১ টায় প্রতিক বরাদ্দ।৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ভোটে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুরোধ জানান তিনি।