বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাউজান প্রেসক্লাবের বর্ষপঞ্জি উপহার জেলা প্রশাসককে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সংগঠনের একটি বর্ষপঞ্জি জেলা প্রশাসকের হাতে তুলে দেন। ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাউজান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, রাউজান প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা এম. বেলাল উদ্দীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, বর্তমান সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সিনিয়র সদস্য আরফাত হোসাইন প্রমুখ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে রাউজান সৌভাগ্যের অধিকারী ও সমৃদ্ধ উপজেলা। এ উপজেলার প্রাকৃতিক পরিবেশ, সাহিত্য-সংস্কৃতি ও সম্ভাবনার চিত্র লেখনীর মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।” তিনি রাউজান প্রেসক্লাবের অগ্রগতি কামনা করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ