বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাউজান পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক হাজার আধুনিক ডাস্টবিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাউজান

আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট পৌরসভা বিনির্মানের লক্ষ্যে চট্টগ্রামের রাউজান পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক হাজার আধুনিক ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১১ মার্চ সোমবার দুপুর ১২ ঘটিকায় পৌরসভা চত্বরে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারি কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ,  শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ,  রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। এ সময় পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশ গুপ্ত, প্যানেল মেয়র-৩ নাছিমা আকতার, পৌর কাউন্সিলর আলমগীর আলী, কাজী ইকবাল, শওকত হাসান, জানে আলম জনি, আজাদ হোসেন, এডভোকেট দীলিপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, পৌর সচিব অনিল চন্দ্র ত্রিপুরাসহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজ বাংলাদেশ সারাবিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি পৌরসভার বর্তমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, অচিরেই পৌর এলাকার নাগরিকরা স্মার্ট পৌরসভার সকল নাগরিক সুবিধার আওতায় আসবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ