বিবেকানন্দ স্টাডি অ্যান্ড ফিলানথ্রপিক সেন্টার অব নিউইয়র্ক, USA-এর আর্থিক সহযোগিতায়, চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের ব্যবস্থাপনায় এবং রাউজান রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের সার্বিক সহযোগিতায় শীতার্থ দুস্থদের মাঝে আজ বিকাল ৩টায় কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেয়াবাদ রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধায়ক স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ। আরও উপস্থিত ছিলেন রাউজান রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের নবনির্বাচিত সহ-সভাপতি দীপক দাশ, সমল চৌধুরী শ্যামল, সাধারণ সম্পাদক মানু কর্মকার মান্না, সহ-সম্পাদক রুবেল শীল, সুজিত শীল এবং অর্থ সম্পাদক মানস সরকার।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী, সুকান্ত শর্মা, অনিমেষ রুদ্র, কৃষ্ণ কর্মকার ও শ্যামল বণিক।
সভাশেষে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে।