মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

রাউজানে শানে রেসালত সম্মেলনে মুসল্লীদের উদ্দেশ্যে বিশেষ নসিহত

নেজাম উদ্দিন রানা রাউজান (চট্টগ্রাম)

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন আল্লাহ ও রাসুল (দ.) এর পথে যাঁরা থাকবেন তাঁরাই সত্যিকারে মুমিন হিসেবে দুনিয়া ও আখেরাতে সম্মানিত হবেন।

তিনি বলেন, হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ইসলাম হেফাজতের জন্য। তাই আমাদেরকে ভ্রান্ত আকিদা দলসমূহকে মোকাবেলা করতে হবে এবং নিজেদের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে।

তিনি আজ সোমবার সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা শাখার উদ্যোগে নোয়াপাড়া পথেরহাট চত্বরে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে।

হেফাজতে ইসলাম রাউজান এর প্রধান উপদেষ্টা মাওলানা শেহাবউদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। মাওলানা কেফায়েত উল্লাহর সঞ্চালনায় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন হেফাজতে ইসলাম রাউজান এর সভাপতি মাওলানা এ কেএম আলমগীর মাসুদ ও সাধারণ সম্পাদক মৌলানা শফিউলম আলম।

বিশেষ অতিথির বক্তব্য দেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা আবু তাহের নদভী, আল্লামা শাহ আনোয়ার হোসাইন, মাওলানা হেলাল উদ্দীন জমিরি প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ