শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাউজানে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) সকাল ১০টায় রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, রাউজান থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন । এসময় ইউপি এ সময় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, লায়ন এম সরোয়ার্দী সিকদার, আবদূর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, লায়ন সাহাবুদ্দিন আরিফ, প্রিয়তোষ চৌধুরী, রোকন উদ্দিন, বাবুল মিয়া, নুরুল আবছার, চন্দন কুমার মল্লিকসহ, পৌর কাউন্সিলর, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
—-

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ