বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাউজানে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ 

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান উপজেলার উত্তর ও দক্ষিণ প্রান্তে আনন্দ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা নিজেদের উপর অত্যাচার ও নিপীড়নের ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন।

দীর্ঘ দেড় যুগ ধরে বাড়িছাড়া থাকা, বুকে চেপে রাখা বেদনার স্মৃতি। কেউ কেউ বলছেন, মৃত মা-বাবার মুখ শেষবারের মতো দেখার জন্য বাড়িতে আসার সুযোগ হয়নি। জানিয়েছেন, কীভাবে মাঠ-ঘাটে মাঠ-ঘাটে কাজে থাকা অবস্থায় পুলিশ দিয়ে উঠিয়ে নিয়ে ভাঙা অস্ত্র হাতে ধরিয়ে দিয়ে মিথ্যা মামলায় দিয়ে জেল খাটিয়েছেন। সবার অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে ব্যবহার করে তাদের নির্যাতন করেছেন।

গতকাল মঙ্গলবার উপজেলার সদরে ও নোয়াপাড়া পথের হাটে বিএনপির দুটি আনন্দ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা এসব নির্যাতনের তুরে ধরেন। নোয়াপাড়া পথের হাটে সভাপতিত্ব করেন বিএনপি নেতা শামশুল হক বাবু।

ইউছুপ তালুকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফিরোজ আহমদ। বক্তব্য রাখেন চেয়ারম্যান আবুল বশর, আজিজুল হক, একরাম মিয়া, সরফত উল্লাহ বাবুল, মাসুদ আলম, জানে আলম, মোজাহেদুল আলম, সেলিম উদ্দিন, গিয়াস উদ্দিন, মোহাম্মদ তৈয়বুল ইসলাম। অপরদিকে গহিরা চৌমুহনী, নোয়াজিষপুর, চিকদাইর ও হলদিয়া ইউনিয়নে বিএনপির সমাবেশ ও আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। এখানে বক্তব্য রাখেন বিএনপি নেতা মহিউদ্দিন জীবন, দিদারুল আলম, মাসুদুর আলম।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ