শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাউজানে বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের স্রোতে রাউজানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সর্তা, লাঠিছড়ি, ডাবুয়া, রাউজান, কাঁশখালী, বেরুলিয়া ও কলমপতি খালের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভেঙে গেছে ডাবুয়া খালের বাঁধ। ফলে মানুষের বাড়িঘরে হাঁটু থেকে কোমরসমান পানি। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক গুলো। পানিতে ডু্বে আছে ফসলি জমি। মৎস্য খামারিদের পুকুর ডুবে গিয়ে ভেসে গেছে মাছ।

সরেজমিনে দেখা গেছে হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকা দিয়ে ডাবুয়া খাল ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উত্তর সর্তা এলাকার তারেক নামের একযুবক জানান, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে আমাদের এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি তলিয়ে গেছে।পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। অপরদিকে কর্ণফুলী ও হালদা নদীর পানিতে উপজেলার বাগোয়ান, পাঁচখাইন,পশ্চিম নোয়াপাড়া, মোকামীপাড়া, সাম মাহালদারপাড়া, ছামিদর কোয়াং, কচুখাইন, দক্ষিণ নোয়াপাড়া, উরকিরচর ইউনিয়নের মইশকরম, আবুরখীল, সওদাগরপাড়া, সুজারপাড়া, পূর্ব উরকিরচর, খলিফার ঘোনা, বৈইজ্জাখালি, পশ্চিম গুজরা, গহিরা,নোয়াজিশপুর, চিকদাইরসহ কয়েকটি গ্রামের অর্ধলাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হালদা নদীর হাটহাজারীর অংশে বেড়িবাঁধ দেওয়া হলেও রাউজান অংশে তা নেই। তাই অমাবস্যা-পূর্ণিমা তিথিতে জোয়ারের উচ্চতা বাড়ার কারণে গ্রামগুলোতে পানি ঢুকে পড়ে। এবার বৃষ্টির কারণে পানি আরও বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন তাঁরা।রাউজানের ছামিদর কোয়াং গ্রামের বাসিন্দা সালামত উল্লাহ বলেন, তাঁদের গ্রামের প্রায় সব বাড়িঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ভেঙে গ্রামের যোগাযোগব্যবস্থা বিধ্বস্ত হয়ে গেছে।

গাড়ি চলছে না।মোকামীপাড়ার বাসিন্দা এস এম হাসান বলেন, তাঁর বাড়ির সামনে বিদ্যুতের খুঁটি ভেঙে পুকুরে ডুবে গেছে। বাড়ির বাসিন্দারা বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ বলেন, টানা বর্ষন, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে রাউজানের নিম্মঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করতে মাঠে রয়েছি।সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় ত্রান ও দুর্যোগ বিভাগ ও রাউজান উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ