বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাউজানে পন্ডিত ড. লোকান্দ সি মহাথেরের স্মরণে সংঘদান ও স্মৃতিচারণ সভা

নিজস্ব প্রতিবেদক

রাউজান উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম পূর্ব আধারমানিক নতুন বাজার চৌধুরী বাড়ির সন্তান বাংলা আমেরিকা বৌদ্ধ ফেলোশিপ ও সম্বোধি বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পন্ডিত ড. লোকান্দ সি মহাথের’র স্মরণে সংঘদান, অষ্টপরিস্কার দান ও স্মৃতিচারণ সভা ৩ জানুয়ারী ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হবে। দুই পর্বের এই ধর্মসম্মেলন অনুষ্ঠানে আর্শিবাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ একুশে পদক প্রাপ্ত ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। প্রথম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মী ভদন্ত রতনশ্রী মহাথের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবিদ সুনন্দ মহাথের ও প্রধান জ্ঞাতি হিসেবে আসন গ্রহণ করবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের।
প্রথম পর্বের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ধর্মদূত ভদন্ত সোবিতানন্দ মহাথের ও প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক সংঘানন্দ মহাথের।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লতিফা সিদ্দিকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিমুল বড়ুয়া।
স্বাগত বক্তব্য প্রদান করবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা অমিতাভ চৌধুরী।

এই ধর্মসম্মেলনের ২য় পর্ব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি মহাথের।
২য় পর্বের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রকল্প সচিব ভদন্ত শাসনরক্ষিত মহাস্থবির। প্রধান জ্ঞাতি হিসেবে ধর্মদেশনা করবেন সাধকপ্রবর জিনানন্দ মহাস্থবির।
উক্ত অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এস লোকজিৎ মহাস্থবির এবং বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের যুগ্ম সম্পাদক ভদন্ত শাসনশ্রী মহাস্থবির ও বিপুলসেন মহাস্থবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কর্মবীর ধর্মবংশ মহাস্থবির ও ভদন্ত জ্যোতিসেন থের।
দিনব্যাপি এই ধর্মসম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অর্থদর্শী বড়ুয়া।
স্বাগত ভাষণ প্রদান করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান চিকিৎসক ডাক্তার অরুণ কান্তি চৌধুরী।
অনুষ্ঠানে পন্ডিত ড. লোকান্দ সি মহাথেরের কর্মময় জীবনের বিশেষ প্রতিবেদন প্রদর্শনীর উদ্বোধন করবেন একুশে পদক প্রাপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বৌদ্ধ স্টাডি বিভাগের সুপারনিউম্যারারি প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ