গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। “রুখে দাঁড়াও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
“তুমি কে? আমি কে? আছিয়া! আছিয়া!” স্লোগানে মুখরিত মিছিলটি গহিরা চত্বর থেকে শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা ধর্ষকদের বিরুদ্ধে শুধু আশ্বাস নয়, বরং দ্রুত সর্বোচ্চ শাস্তি তথা মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজানের ছাত্র প্রতিনিধি খান তাসিফ। এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন ছাত্রশিবির রাউজান উপজেলার সভাপতি শাহ জালাল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তসলিম উদ্দিন ইমন, ছাত্র প্রতিনিধি ইফতেখার খন্দকার, জুবাইর, মোজাম্মেলসহ অনেকে। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।