বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাউজানে ছয় শতাধিক কৃষকের মাঝে কোদাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাউজান

চট্টগ্রামের রাউজানে কৃষকদের চাষাবাদের সুবিধার্তে ছয় শতাধিক কৃষকের মাঝে কোদাল বিতরণ করা হয়।

৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর বারটার দিকে রাউজান উপজেলা পরিষদ চত্বরে কোদাল বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে ও সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান  পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, পৌর কাউন্সিলর আজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মাসুম কবির।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কৃষকলীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপ সহকারি কৃষি কর্মকর্তা সঞ্চয় চন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, কৃষকরাই দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রাউজানের কৃষি খাতকে আরো সমৃদ্ধ করতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ