বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাউজানে গাউছে পাকের ফাতেহা ও ছেমা মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

গশ্চি শাহী দরবার শরীফের মহান আউলিয়া ব্যক্তিত্ব হযরত শাহসূফি সৈয়দ মতিউর রহমান শাহ ওরফে মতি ফকির আল কাদেরী আল চিশতি আল আশরাফী (রহ:) এর পুত্র হযরত শাহসূফি মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদুল জব্বার আল মতিয়া (রহ:) এর ৬ষ্ঠ তম পবিত্র ওরশ শরীফ ও গাউছে পাকের চন্দ্রমাসিক ফাতেহা শরীফ গত ১২ জানুয়ারি, ২৮ পৌষ রবিবার ২০২৫ তারিখে হযরত মাওলানা সৈয়দ আবদুল জব্বার আল মতিয়া (রহ:) এর বড় শাহজাদা সৈয়দ মোহাম্মদ ইউসুফ আল মতিয়া (ম: জি: আ:) এর সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুরস্থ গশ্চি গ্রামের দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে কর্মসূচির মধ্যে ছিল মাজার গিলাফ ছড়ানো, পুষ্পসজ্জা, বাদে মাগরিব খতমে গিয়ারভী শরীফ, মিলাদ মাহফিল, আখেরি মোনাজাত, তবরুক বিতরণ এবং রাতব্যাপী ছেমা মাহফিল। উক্ত ওরশ শরীফের মাহফিলে ছেমা পরিবেশন করেন বিশিষ্ট কাওয়াল মোহাম্মদ হারুনুর রশীদ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেঝো শাহজাদা এস এম ইউনুস আল মতিয়া, ছোট শাহজাদা এস এম ইব্রাহিম আল মতিয়া প্রমুখ।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। মিলাদ মাহফিল পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মাওলানা মাস্টার মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এবং শায়ের মাওলানা মোহাম্মদ ইরফানুল করিম প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ