রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলার প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় হক কমিটির প্রতিনিধিগন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট এর বিভিন্ন মানবিক কার্যক্রম তুলে ধরেন এবং মহান ২৬ আশ্বিন ১১ অক্টোবর বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)’র বার্ষিক ওরশ শরীফের দাওয়াত প্রদান করেন।
ইউএনও এর হাতে প্রতিনিধিগণ ট্রাস্টের নানামূখি মানবিক কর্মকান্ডের কিছু বই নির্বাহী তুলে দেন। প্রতিনিধিগণের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জরুল ইসলাম চৌধুরী, মাওলানা হাবিবুল হোসাইন, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, অধ্যাপক আবু তাহের, জাকের হোসেন,মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা কাজী ফরিদুল আলম, সাদিকুজ্জামান শফি, আনিসউল খান বাবর, মোহাম্মদ আলী মাষ্টার, আবু তৈয়ব মাষ্টার,কাজী হেলাল উদ্দিন, মহিউদ্দিন জীবন, দিদারুল আলম, নাজিমুদ্দিন কালু, আবু আহম্মেদ মিয়া মেম্বার, নাছির উদ্দীন, মোহাম্মদ হেলাল, মাওলানা মহিম উদ্দিন, কাজী আসলাম উদ্দিন, মোহাম্মদ সুমন, সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ, মিনহাজুর আবেদীন, টিটন বৈদ্য, মহিউদ্দিন, রাশেদ আলম প্রমুখ।