শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রশিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

পটিয়ায় রশিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সংস্থার সাবেক আহ্বায়ক এস এম হারুনুর রশিদকে প্রধান নির্বাচন কমিশনার, মিজানুর রহমান ও আব্দুল করিমকে কমিশনার করে ৩ সদস্য বিশিষ্ট রশিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার নির্বাচন কমিশন গঠন করা হয়। রশিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার ২০২৫-২০২৬ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোঃ আজগর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২৭ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে রশিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার ২০২৫-২০২৬ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, ধর্ম সম্পাদক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, সাহিত্য ও পাঠাগার সম্পাদক, তথ্য ও যোগাযোগ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, কৃষি সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক, অফিস সম্পাদক, প্রবাসী কল্যাণ সম্পাদক এবং কার্যকরী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনার এস এম হারুনুর রশিদ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ