পবিত্র মাহে রমজান ও স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজান সদর ইউনিয়ন ও প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে কয়েক শতাধিক পরিবারে সুলভ মূল্যে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রির কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
প্রোডিউসার গ্রুপের সকল খামারিদের সহযোগিতায় ২৬ মার্চ মঙ্গলবার সকালে প্রাণি সম্পদ অধিদপ্তর চত্বরে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।
একই দিন দুপুরে রাউজান সদর ইউনিয়নে সুলভ মূল্যে মাংস,ডিম, দুধ ও মাছ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, পবিত্র মাহে রমজানে মানুষ যাতে সুলভ মূল্যে মাংস,ডিম, দুধ ক্রয় করতে পারে সেই উদ্দেশ্যে এই মানবিক ও সেবা কার্যক্রম সারা রাউজানব্যাপী চলবে। তিনি সচ্ছল পরিবারকে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ ক্রয় না করার অনুরোধ জানান।
অনুষ্ঠানেসমূহে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি জাহিদ হোসেন।
এই কার্যক্রমে কয়েক শতাধিক পরিবার পরিবার ৬৫০ টাকায় ১ কেজি মাংস, ১০০ টাকায় ১২টি ডিম ও ৭৫ টাকায় ১ কেজি গরুর দুধ ক্রয় করেন।