সোমবার, ১২ মে ২০২৫
spot_img
শিরোনাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার আগে সৌদি ও কাতার সফর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানে অনুষ্ঠেয় পারমাণবিক আলোচনার পূর্বে সৌদি আরব ও কাতার সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (১১ মে) এই আলোচনার কথা রয়েছে।

আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ গতি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে।

এক বিবৃতিতে আব্বাস আরাগচি বলেন, “যদি যুক্তরাষ্ট্রের লক্ষ্য হয় আমাদের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়া, তাহলে তেহরান একচুলও পিছু হটবে না।”

তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত এবং দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি আরও বলেন, “আমি আগেই বলেছি, যদি চুক্তির লক্ষ্য হয় ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না—তবে সেটি ইতোমধ্যেই অর্জিত হয়েছে এবং একটি চুক্তি সম্ভব। কিন্তু যদি অপরপক্ষ অবাস্তব দাবি তোলে, তাহলে জটিলতা বাড়বে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ