শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

যশোরে ১২৫ আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন বাতিল, কারাগারে প্রেরণ

অনলাইন ডেস্ক

যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৪৭ নেতাকর্মী রোববার পৃথক তিন আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের মধ্যে ১২৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে।

আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

যশোর কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানিয়েছেন, আত্মসমর্পণকারীদের মধ্যে যশোর সদর উপজেলার ২০ জন, অভয়নগর উপজেলার ১০৫ জন এবং কেশবপুর উপজেলার ৪২ জন রয়েছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, আত্মসমর্পণের পর ১২৫ জনকে কারাগারে পাঠানো হয়। পিজন ভ্যানে কারাগারে নেওয়ার আগে আদালত চত্বরে নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন।

নাশকতা ও বিস্ফোরক মামলায় এমন পদক্ষেপ এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ