শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

মেঘালয় ও দিল্লীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৮ বাংলাদেশি গ্রেফতার

অনলাইন ডেস্ক

ভারতের দিল্লী ও মেঘালয় রাজ্যে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ও মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুই দিনে তাদের গ্রেফতার করা হয়। ত্রিপুরার অনলাইন সংবাদমাধ্যম জাগরন খবরে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার দিল্লীতে একটি খুনের ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে ১১ জন অবৈধ বাংলাদেশি ধরা পড়ে। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, মঙ্গলবার মেঘালয়ের পূর্ব খাসিয়া জেলার বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেন। তাদের সঙ্গে দুই ভারতীয় দালালকেও আটক করা হয়।

সোমবার, মেঘালয়ের পূর্ব খাসিয়া জেলা সীমান্তে বিএসএফ আরও ১০ বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে। তাদের কাছ থেকে ১০ লাখ টাকার চিনি ও মাদক উদ্ধার করা হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ