বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

মুহাম্মদ আজাদ শাহ’র খোশরোজ উপলক্ষে আধ্যাত্মিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

দরবারে আজিজিয়া রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি গীতিকার মুহাম্মদ আজাদ শাহ’র খোশরোজ (জন্মদিন) উপলক্ষে বিশ্ব আউলিয়ায়ে ক্বেরামগণের নামে ওরশ (ফাতেহা) শরীফের আয়োজন করা হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালি জাকিরাবাদ নিজ বাড়িতে এ-উপলক্ষে খতমে কোরআন, খতমে শেফা, মিলাদ কিয়াম, কাওয়ালি গান ও মোনাজাত করা হয়। পরে মোনাজাতে অংশ নেওয়া সাধারণ মানুষের মাঝে তাবরুক বিতরণ করা হয়। প্রতি বছর জন্মদিন উপলক্ষে এই আয়োজন করে থাকেন। আজাদ শাহ একজন আধ্যাত্মিক গীতিকার। তার লেখা গান চট্টগ্রামের বিভিন্ন শিল্পীর কণ্ঠে ইতিমধ্যে প্রসিদ্ধ হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এসব আধ্যাত্মিক গান ও কবিতা লিখছেন। তার লিখিত আধ্যাত্মিক গানে কেড়ে নেয় মাইজভান্ডারী ত্বরিকতের ভক্তদের মন। তিনি নিজে দরবারে আজিজিয়ার একনিষ্ঠ একজন মুরিদ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ