বুধবার, ২৮ মে ২০২৫
spot_img
শিরোনাম

মুভি দেখার সময় ছাদ ভেঙে পড়ল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফিয়াম্মা

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার লা প্লাটার ‘সিনেমা ওচো’ হলে একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন দর্শকরা। ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’ সিনেমা প্রদর্শনের সময় হঠাৎ করেই হলের ছাদ ভেঙে পড়েছে দর্শকদের মাথার ওপর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সোমবার (১৯ মে) রাত ৯টায়। মুভি চলাকালীন হঠাৎ ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে ২৯ বছর বয়সী ফিয়াম্মা ভিলাভের্দের ওপর। তিনি তখন তার ১১ বছরের মেয়ে ও এক বন্ধুর সঙ্গে সিনেমাটি উপভোগ করছিলেন।

ভিলাভের্দে জানান, “প্রথমে মনে হয়েছিল সিনেমার কোনো স্পেশাল ইফেক্ট হচ্ছে, কিন্তু এরপরই ছাদের বড় একটি অংশ আমার ওপর পড়ে যায়।” ধ্বংসস্তুপে তার কাঁধ, পিঠ, হাঁটু ও গোড়ালিতে আঘাত লাগে এবং মাথায় হালকা আঘাত পেয়েও তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। চিকিৎসকরা তার শরীরে কালচে দাগ ও অভ্যন্তরীণ আঘাতের প্রমাণ পেয়েছেন।

বর্তমানে তিনি মানসিক চিকিৎসা নিচ্ছেন এবং মানুষের ভিড়ে যেতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি সিনেমা হল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন, কারণ তার এই আঘাতের ফলে কিছুদিনের জন্য তাকে কর্মস্থলে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ঘটনার পরপরই ছাদ ধসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হলরুমের মেঝে জুড়ে ছাদের ভাঙা অংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং দর্শকদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে সৌভাগ্যবশত বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এখনো পর্যন্ত সিনেমা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ‘ফাইনাল ডেস্টিনেশন’ সিরিজের সিনেমাগুলো যেখানে পর্দায় আকস্মিক ও ভয়াবহ মৃত্যুর ঘটনা দেখায়, সেখানে বাস্তবে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় দর্শকরা রীতিমতো হতবাক।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ