জমজমাট আয়োজনে শেষ হয়েছে চট্টগ্রামের পটিয়া মুজাফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
শনিবার (৯ মার্চ) স্কুল মাঠে পুরষ্কার বিতরন পূর্বক এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও রহিমা বেগম এবং ইলা দাশ গুপ্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আবদুল করিম এম এ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধুরী,
আনোয়ার হোসেন, আহাম্মদ নবী, সেলিম উদ্দিন, কাজী নজরুল ইসলাম, আরিফ মুহিউদ্দিন, মুহাম্মদ মিনহাজুল করিম।
এসময় আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অসীম চৌধুরী, সহকারী শিক্ষক কাজী মো. ফরহাদ আজাদ,সাইদুল আলম,সব্যসাচী বিশ্বাস, আলী আহমদ কাসেমি ও অন্যান্য শিক্ষক মন্ডলী বিশেষ অতিথি -সেলিম উদ্দিন, কাজী নজরুল ইসলাম, আরিফ মুহিউদ্দিন, মুহাম্মদ মিনহাজুল করিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি।
সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।