শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

মুগলা প্রদেশে ভয়াবহ দুর্ঘটনা: অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

মুগলা প্রদেশের গভর্নর ইদ্রিস আকবিয়িক জানান, মেন্টেস জেলার ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালের সামনে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় দুই পাইলট, একজন চিকিৎসক এবং একজন স্বাস্থ্যকর্মী প্রাণ হারান।

দুর্ঘটনার পর দমকল বাহিনী, পুলিশ এবং দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি)-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক তদন্তে জানা যায়, ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে, হাসপাতালে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ