শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

মিয়ানমারে ৬.৭১ মিলিয়ন ডলারের মাদকদ্রব্য জব্দ, গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

মিয়ানমার কর্তৃপক্ষ দক্ষিণ মিয়ানমারের বাগো অঞ্চলে একটি সফল মাদকবিরোধী অভিযানে ৫.২৩ মিলিয়ন উদ্দীপক ট্যাবলেট, ১৭০ কেজি আইস (মেথামফেটামিন) এবং ২.৬ কেজি ‘হ্যাপি ওয়াটার’ ড্রাগ জব্দ করেছে। রাষ্ট্রীয় দৈনিক মিরর শনিবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০ ডিসেম্বর বাগো শহরে একটি গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী পুলিশ তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধার করা মাদকদ্রব্যগুলো একটি লোহার বাক্সে লুকানো ছিল, যা পরবর্তীতে বাজেয়াপ্ত করা হয়। এর মূল্য প্রায় ১৪.১ বিলিয়ন কিয়াট (প্রায় ৬.৭১ মিলিয়ন মার্কিন ডলার) বলে জানা গেছে।

তদন্তে উঠে এসেছে, এই মাদকদ্রব্যগুলো দক্ষিণাঞ্চলীয় শান রাজ্য থেকে নিয়ে ইয়াঙ্গুন, রাখাইন ও কায়িন রাজ্যে পাঠানো হচ্ছিল। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনা সম্পর্কে তদন্ত চলছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ