চট্টগ্রাম চন্দনাইশে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মারছা ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও চার জন গুরতরে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল রাতে পটিয়া চেয়ারম্যানঘাটা এলাকায় এই দূর্ঘটনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে দ্রুতগতিতে ছুটে আসা মারছা পরিবহনের সাথে চন্দনাইশ অভিমুখে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে সিএনজিতে থাকা যাত্রীরা গুরতরে আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন চন্দনাইশ উপজেলা পশ্চিম বৈলতলী নেজামত আলীর বাড়ির মো.আবু তৈয়বের ছেলে আবু বক্কর তাসিম (১৮),পশ্চিম এলাহাবাদ কাঞ্চনগর এলাকার মোহাম্মদ হোসেন এর ছেলে নুরুল আমিন (২৮)। আহতরা হলেন বৈলতলী ইউনিয়নের রাকিব হোসেন (২০),মোহাম্মদ জাবেদ (১৯),মোহাম্মদ সিহাব (২২),চকরিয়ার সিএনজি চালক লিটন।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ও বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।